নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন ‘গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি ‘ এর ২০২২ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজ্জালী ইবনে আব্দুর রশীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ আর এম বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের আতিয়ার রহমান মোল্লা।
সহ-সভাপতি হয়েছেন, ১৬-১৭শিক্ষার্ষের মোঃ আল আমিন খান, সহ-সভাপতি একই শিক্ষাবর্ষের মো নয়ন, এবং ১৫-১৬ শিক্ষাবর্ষের শারমিন তুলি।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হিসাব এইচ আর এম বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের মো:মোস্তাকিম হোসেন ও কেমিস্ট্রি বিভাগের ১৬-১৭শিক্ষাবর্ষের পলাশ রয়।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) ব্যবসা প্রশাসন অডিটোরিয়ামে সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ, উপদেষ্টাদের উপস্থিতিতে তাদের মনোনীত করা হয়।
এব্যাপারে নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি গাজ্জালী ইবনে আব্দুর রশীদ বলেন, আমি আমার দায়িত্ব ও কর্তব্যের প্রতি আন্তরিক ভাবে সচেষ্ট থাকবো।সকল সদস্যের সার্বিক সমস্যা সমাধানে এবং সংগঠন কে সচল রাখতে সর্বাত্বক চেষ্টা করবো। সংগঠনের ভ্রাতৃত্ববোধ, সৃজনশীল চিন্তা ও কর্মধারায় অব্যাহত রাখতে সাবেক ও বর্তমান সদস্যদের পরামর্শ নিয়ে কাজ করে যাব।
সাধারণ সম্পাদক আতিয়ার রহমান মোল্লা বলেন, সংগঠনের সার্বিক কার্যক্রমের গতিশীলতা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে সম্পন্ন করে এসোসিয়েশনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব৷
উল্লেখ্য যে, গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর সদস্যরা বিশ্ববিদ্যালয়ে সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহনকারী একটি স্বেচ্ছাসেবী সংগঠন।শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানকল্পে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের অবকাঠামো ধারণ করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন