শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

চবির চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু

শনিবার, জানুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ জানুযারী) বিকালে ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারী প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মুর্তজা বশীর স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা।

প্রদর্শনীর উদ্বোধন করেন চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, সহ-সভাপতি প্রফেসর আবদুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন প্রফেসর জাহেদ আলী চৌধুরী।  

উপাচার্য ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘চবি চারুকলা ইনস্টিটিউট অত্যন্ত সমৃদ্ধ একটি ইনস্টিটিউট। দেশবরেণ্য অনেক প্রখ্যাত শিক্ষক-শিল্পী এ ইনস্টিটিউটে অধ্যাপনা করেছেন। এ ইনস্টিটিউটের ছয়জন গুণী শিল্পী একুশে পদকে ভূষিত হয়েছেন। এ গুণী শিক্ষকদের সান্নিধ্যে থেকে অনেক শিক্ষার্থী আজ দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত।’

উপাচার্য আরো বলেন, ‘চারুকলা একটি নানন্দিক শিল্পকর্ম। চারুশিল্পীরা তাদের কল্পনা ও মনের সত্য বাসনা রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন; যা সাধারণ মানুষের শৈল্পিক মনকে পরিতৃপ্ত করে।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘শিল্পী মুর্তজা বশীর ছিলেন উচুঁমার্গের একজন আদর্শ শিক্ষক। এ গুণী শিক্ষকের নামে স্মৃতিবৃত্তি প্রাপ্তরা ভবিষ্যতে অধ্যয়ন ও অধ্যাবসায়ে অধিক উৎসাহ-অনুপ্রেরণা পাবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আলোকে ইতিমধ্যে চবি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ভবিষ্যতে প্রথম স্থান অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অধিক দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

উপাচার্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-সমৃদ্ধিতে প্রজন্মের সন্তানসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহবান জানান। তিনি বার্ষিক চারুকলা প্রদর্শনীর সার্বিক সাফল্য কামনা করেন। পরে উপাচার্য বৃত্তি ও পুরস্কার প্রদান করেন ও প্রদর্শনী ঘুরে দেখেন।

অনুষ্ঠানে চবির কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবি জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. একেএম রেজাউর রহমান, শিক্ষক সমিতির সদস্য মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষার্থী যুক্তা সাহা ও তৌহিদ এলাহী। প্রদর্শনী আগামী ৫ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা সাতটা সরকার ঘোষিত সব স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন