শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

চবির ‘ছাত্র’ পরিচয়ে ক্যাম্পাসে এক যুগ, প্রেমের সম্পর্ক গড়ে হাতিয়ে নিতেন সর্বস্ব!

রবিবার, মে ৫, ২০২৪

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: মো. নাজিম উদ্দীন। ফেসবুক তিনি পরিচিত আরেফিন কাব্য (Arefin Kabbo) নামে। ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে সদা সরব তিনি। প্রায়ই বগি ভিত্তিক সংগঠন ৬৯ এর টি-শার্ট পরে ছবি আপলোড করেন। ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা নিয়েও করতেন স্মৃতিচারণ। অথচ প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রই না। চট্টগ্রামের একটি বেসরকারি কলেজ থেকে বিবিএ পাস করেছেন। ছাত্র পরিচয়ে গত ১২ বছর ধরে ক্যাম্পাসে অবস্থান করছেন তিনি।

এতেই থেমে থাকেননি নাজিম উদ্দীন ওরফে আরেফিন কাব্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ছাত্র বর্তমানে এনএসআইতে চাকরি করছেন- এমন পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য মেয়ের সাথে গড়ে তুলেছেন প্রেমের সম্পর্ক।

সর্বশেষ গত দুইদিন আগে বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের ছাত্রীর সঙ্গে প্রেম করে লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর ধরা পরেন প্রক্টরিয়াল বডির হাতে। এরপর প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। বর্তমানে ওই ছাত্রীর দায়ের করা মামলায় থানায় রয়েছেন এই ‘প্রতারক’।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র চলমান নিউইয়র্ককে বলেন, এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে আমরা নাজিম উদ্দীন নামের এই ছেলেকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে চবি ছাত্র পরিচয়ে অসংখ্য মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার কথা স্বীকার করে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে ১২ বছর ধরে ক্যাম্পাসে অবস্থান করে আসছে। কিন্তু আদতে সে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজ থেকে বিবিএ পাস করেছে।

লিটন মিত্র আরও বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর কাছ থেকে সে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন ছবি দিয়ে সে তাকে ব্ল্যাকমেইল করত। পরবর্তীতে ওই মেয়ে একটি মামলা দায়ের করে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন