বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চবির ঠাকুরগাঁও স্টুডেন্টস্ এসোসিয়েশন নতুন কমিটির অনুমোদন

শনিবার, জানুয়ারী ১, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 01T191800.688 1

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও এর শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান , সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন চবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীনুর আলম আহাদ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সংগঠনটির শিক্ষক ও ছাত্র উপদেষ্টামন্ডলী পরবর্তী এক বছরের জন্য আংশিক কমিটির ঘোষণা করেন । সেই সাথে পরবর্তী ২ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনাও প্রদান করেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন লাওহে মাহফুজ, মামুন আহমেদ, রাকিবুল রনি, রাইসুল ইসলাম রাহাত, আলিফ আহসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুস সাত্তার আলী, কে এম হাবিবুর রহমান, সাদিয়া শিমু, নাঈমা আকতার, শুভ রায়।  সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবির হাসান, রেজওয়ানুল ইসলাম, নিয়াজ আরেফিন, দূর্জয় বর্মন।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আদনান খান, আবু বক্কর সিদ্দিক (নাট্যকলা), অনন্যা বড়ুয়া, সৌরভ বর্মন, আবু বক্কর (চারুকলা)। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন – এ. এইচ. হিমেল। তাকে সহযোগিতা করছেন মোঃ আবু হামযা, কামরুল ইসলাম। এতে দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মোশাররফ হোসাইন, প্রচার সম্পাদকঃ মোস্তাফিজুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাব্বির হাসনাত , ক্রীড়া সম্পাদক ফোরকান তাফসির, ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, হৃদয় কুমার রায়, শিয়াম হোসাইন, ছাত্রী বিষয়ক সম্পাদক  সীমা দেবনাথ। এছাড়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন জাহিদ আহসান রাসেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিরা রায়, আইন বিষয়ক সম্পাদক  অপু পাল এবং পরিবেশ বিষয়ক সম্পাদক আল ইমরান।

সংগঠনটির নব নির্বাচিত সভাপতি-সম্পাদক বলেন, নতুন কমিটিতে আমাদের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাই সকলকে সাথে নিয়ে একটি সাংগঠনিক কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যেতে। এই সংগঠনের মাধ্যমে আমরা ঠাকুরগাঁও এর ছাত্র-শিক্ষক ও গুণীজনের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে চাই। তাছাড়া আমরা ঠাকুরগাঁও হতে আগত ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় সার্বিক ভাবে পাশে থাকতে চাই।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন