বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

চবির দৈনন্দিন কার্যক্রম চলবে ডিনস কমিটির নেতৃত্বে

সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত দৈনন্দিন (আর্থিক ও প্রশাসনিক) কার্যক্রম ডিনস কমিটির মাধ্যমে পরিচালিত হবে। এক্ষেত্রে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী আহ্বায়ক হিসেবে ডিনস কমিটির সভা পরিচালনা করবেন।

রোববার (০১ সেপ্টেম্বর) ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিনস কমিটির সভা সূত্রে জানা যায়, সকল অনুষদেন ডিনবৃন্দ ডিনস্ কমিটির আহ্বায়ক হিসেবে (জ্যেষ্ঠতার ভিত্তিতে) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী স্যারকে মনোনীত করেছেন। জরুরি বিবেচনায় সমাধানযোগ্য যেকোন বিষয় অ্যাজেন্ডা আকারে রেজিস্ট্রার ডিনস কমিটিতে পেশ করবেন। পরবর্তীতে ডিনস কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর এসব কার্যাবলি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারকের আলোকে পরিচালিত হবে।

বিষয়টি চলমান নিউইয়র্ককে নিশ্চিত করে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা। তিনি বলেন, উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম ডিনস কমিটির মাধ্যমে পরিচালিত হবে৷ আমরা জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামীকে ডিনস কমিটির আহ্বায়ক মনোনীত করেছি। তাঁর সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন