নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সর্ব কনিষ্ঠ বিভাগ ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের প্রথম র্যাগ ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভাগটির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এটি আয়োজন করা হচ্ছে ।
সোমবার (৩ জানুয়ারি) এই নিয়ে বিভাগটি আয়েজন করছে দিনব্যাপী নানান উৎসব। যেখানে থাকবে বর্ণাঢ্য র্যালি, চোখ ধাঁধানো ফ্ল্যাশমব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে থাকবে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও লোকাল ব্যান্ড ‘বাগধারা’ ও জনপ্রিয় ব্যান্ড দল ‘নাটাই মঞ্চের’ কনসার্ট।
এছাড়া এদিন দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্লা ভূঁইয়া, বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সুলতান আহমেদ, বর্তমান চেয়ারম্যান তাসলিমা আক্তার, রিসার্চ ব্যুরো এর চেয়ারম্যান ড. সেলিম উদ্দীনসহ ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন