মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চবির ভিসি ও প্রো-ভিসিদের পদত্যাগে বৈষম্য বিরোধী ছাত্রদের ২৪ ঘণ্টার আলটিমেটাম!

বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি উপাচার্য, দুই উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও সকল হল প্রভোস্টদের পদত্যাগ করতে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।

বুধবার (০৮ আগস্ট) রাতে এক বিবৃতিতে এই সময় বেধে দেওয়া হয়। একই সাথে আবাসিক হলে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মাহফুজুর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সহযোগিতা করেছে। তাই ভিসি, দুই প্রো-ভিসি, প্রক্টরিয়াল বডি, সকল হল প্রভোস্টসহ বর্তমান প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমরা বর্তমান প্রশাসনের অধীনে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসন বরাদ্দ মানি না।

সিএন/এমটি

Views: 52

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন