চবি প্রতিনিধি: ক্যানসারে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেধাবী শিক্ষার্থী পূজা শীলকে বাঁচাতে প্রয়োজন ১৬ লাখ টাকা। চিকিৎসার জন্য তার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সহপাঠীরা।
পূজা শীল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী। স্নাতক পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে পঞ্চম স্থান অধিকার করেছেন। গতবছরের ডিসেম্বর মাসে তাঁর জরায়ু ক্যানসার ধরা পড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষ করে বর্তমানে ভারতের মুম্বাইয়ে টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসারত আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর চিকিৎসার জন্য অন্তত ২০ লাখ টাকার প্রয়োজন। পরিবার পক্ষ থেকে জায়গা জমি বিক্রি করে ও সহপাঠীরা বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ টাকা সংগ্রহ করেছেন। কিন্তু বাকি টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
পূজা শীলের সহপাঠী রায়হান আহমেদ রাফি জানান, গত বছরের ডিসেম্বরে পূজা শীল এর জরায়ুতে সিস্ট ধরা পড়ে। পরবর্তীতে ডিসেম্বরের ২৩ তারিখ চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে অপারেশন করা হয়। অপারেশন পরবর্তী পরীক্ষায় চিকিৎসক ক্যানসারের (সারকোমা ১ম স্টেজ) উপস্থিতির কথা জানান। একই সাথে দ্রুত ভারতে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। পরবর্তীতে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফেব্রুয়ারিতে ভারতের মুম্বাইয়ে টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেওয়া শুরু করে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বর্তমানে শেষ স্টেজ এ রয়েছে। এই অবস্থায় কমপক্ষে ৩টি কেমোথেরাপি দেওয়া প্রয়োজন। কেমোথেরাপি সফল হলে পরবর্তীতে অপারেশন করা সম্ভব হবে। অপারেশন পরবর্তী আরও কেমোথেরাপি প্রয়োজন হবে। যার জন্য সব মিলিয়ে প্রায় ২০ লাখের মতো প্রয়োজন ।
রাফি আরও জানান, পূজার বাবা মারা গেছেন। পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনভাবেই সম্ভব না। আমরা সহপাঠীরা বিভিন্ন বিভাগ, শিক্ষক, অ্যালামনাইসহ নানা মাধ্যমে ৪ লাখের মতো সংগ্রহ করেছি। তাই বাকি টাকার জন্য সবার কাছে সাহায্যের আবেদন করছি।
সাহায্য পাঠানোর মাধ্যম-
বিকাশ: 01687658045 (Rafi)
বিকাশ: 01893439138 (Habib)
রকেট: 01893439138
নগদ: 01893439138
ব্যাংক একাউন্ট : 20501240205434213
Acc. Name: Raihan Ahmad
ইসলামী ব্যাংক, আন্দরকিল্লা শাখা, চট্টগ্রাম।
একাউন্ট:
20501700204096015
Account name: Farzana Hoque
ইসলামী ব্যাংক, হাটহাজারী শাখা, চট্টগ্রাম।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন