চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের (চবি) সিনেট সদস্য হিসেবে আগের পাঁচ জন সংসদ সদস্যকে পুনরায় মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পীকার।
সম্প্রতি জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুব জামিল সই করা এক চিঠিতে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
সংসদ সদস্যরা হলেন- চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম- ১8 আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-৭ এর সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খান।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন