সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় সমাবর্তন আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি চলমান নিউইয়র্ককে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, পঞ্চম সমাবর্তন করার জন্য ডিনস কমিটির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। ডিনস কমিটির এই সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট হয়ে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লেখব। এরপর রাষ্ট্রপতি যখন সময় দেবেন, তখনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে না। ডিনস কমিটির সভায় সমার্বতন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আমরা সমাবর্তন আয়োজনের কাজ শুরু করেছি।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন