চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ।
তিনি বলেন, অধ্যাপক ড. এস এম রফিকুল আলম রোববার রাতে স্ট্রোক করেন। আজ সকালে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।
অধ্যাপক নেয়ামত বলেন, রোববার তিনি পরীক্ষার হলে দায়িত্ব পালন করেছেন। হাসি খুশিভাবে সবার সাথে কথা বলেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন