সিএন প্রতিবেদন: টানা ভারী বর্ষণ ও বজ্রবিদ্যুতের ফলে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের ন্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসেও এর প্রভাব দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬ জায়গায় পাহাড় ধসে পড়েছে। এর মধ্যে এক বসত ঘরে পাহাড় ধসে একজন বাসিন্দা আহত হয়েছেন।
রবিবার (০৬ আগস্ট) দিবাগত রাতের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের শাহী কলোনীতে পাহাড় ধসে আহতের ঘটনা ঘটে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়ক, গোল পুকুর, শাহী কলোনী, পরিবহণ দপ্তর ও সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন পাহাড়েও ধসের ঘটনা ঘটেছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং কাটা পাহাড় সড়কে গাছ উপড়ে পড়েছে। এতে যান চলাচলে ভোগান্তি তৈরি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত এসব গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন প্রক্টর।
চবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘শাহী কলোনির একটি বাসার ওপর পাহাড় ধসে বড় গাছ পড়ে বাড়িটি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে মানুষগুলোর কিছু হয়নি। আমরা তাদের সেখান থেকে সরে বিশ্ববিদ্যালয় কলেজে আশ্রয় নিতে বলেছি”।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন