সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। তবে ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের (সেকেন্ড টাইমার) অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। প্রতি ইউনিটে আবেদন ফি নির্ধারিত হয়েছে ৯৫০ টাকা। যা গতবছর ছিল ৮৫০ টাকা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন বলেন, ‘ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। অর্থাৎ, যারা ২২ ও ২৩ সালে এইচএসসি দিয়েছে তারা উভয়ই পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে ২২ সালে পাসকৃতদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।’
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন