বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চবি ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের

শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। পাশাপাশি তিনি বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে বিভিন্ন সময় ঘটে যাওয়া গুপ্ত হামলার বিচারও দাবি করেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটরিয়ামে চবি সাংবাদিক ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি করেন তিনি।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনও বৈষম্যমুক্ত হতে পারেনি। এই ক্যাম্পাসকে বৈষম্যমুক্ত করতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিক সমিতির সহযোগিতা কামনা করছি। বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে যে গুপ্ত হামলা হয়েছে আমরা তার সুষ্ঠু তদন্ত ও বিচার দেখতে পাচ্ছি না। অতিসত্বর আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, এই ক্যাম্পাস শহীদ ফরহাদ ও শহীদ হৃদয় তড়ুয়ার ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের যেকোনো হল, ভবন বা অডিটোরিয়ামের নামকরণ এই দুই শহীদের নামে করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। এসময় তিনি আসন্ন ভর্তি পরীক্ষার ফি কমানোর জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন