সিএন প্রতিবেদন: দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের সহায়তায় একদিনের বেতন সমপরিমাণ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দেওয়া হবে ।
রোববার (২৫ আগস্ট) রাতে বিষয়টি চলমান নিউইয়র্ককে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে বন্যাপীড়িতদের জন্য এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে৷ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এই নেওয়া হয়েছে
তিনি আরও বলেন, আমরা শিক্ষকদের থেকে সংগ্রহ করা টাকার একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। আরেকটা অংশ আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত তাদের দেওয়া হবে। তবে টাকা সংগ্রহের পর পরিমাণের উপর ভিত্তি করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বন্যা দুর্গতদের সহায়তায় একদিনের বেতন সমপরিমাণ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার ও কর্মচারী সমিতিও।
সিএন/এমটি
Views: 33
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন