বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চবি সায়েন্টিফিক সোসাইটির নতুন কমিটি

শনিবার, জানুয়ারী ১, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 01T020331.204 1

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হোসাইন মোহাম্মদ বায়েজিদ এবং সাধারণ সম্পাদক হুমায়রা ফেরদৌসী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) ৪৬ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটির অনুমোদন দেন সংগঠনের সাবেক সভাপতি দিবস দেব এবং সাবেক সাধারণ সম্পাদক নওশিন বিনতে জামাল জুঁই।

নতুন কমিটির মধ্যে সহ সভাপতি হুসনুম মামুরাত, সহকারী সাধারণ সম্পাদক মুনিরা আক্তার এবং মিনহাজুর রহমান শিহাব। এছাড়া  অর্থ সম্পাদক সৈয়দ জাওয়াদ হোসেন, যোগাযোগ ব্যবস্থাপনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনিক সম্পাদক জুবাইদা হক বিনতে আলম, প্রকাশনা সম্পাদক আনিকা নাওয়ার জাহান, প্রচার সম্পাদক সাদিয়া বিনতে চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তৈয়্যাবাতুন নুর তানজুম, গবেষণা ও উন্নয়ন সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তথ্যপ্রযুক্তি সম্পাদক মাইশা ইসলাম, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক এশমা বিনতে ইউসুফ, দপ্তর সম্পাদক মহিমা চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আঞ্জাসু পাল এবং প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক নাফিসা তাবাসসুম নির্বাচিত হন।

প্রসঙ্গত, সায়েন্টিফিক সোসাইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সিইউএসএস বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক বিষয়ে নিয়মিত কর্মশালা, আলোচনা সভা, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মধ্যে সবচেয়ে বড় কার্যক্রম ছিল চট্টগ্রামে প্রথম সায়েন্স কার্নিভাল আয়োজন। যেখানে প্রায় ৩৭টি বিশ্ববিদ্যালয় থেকে ৯০০’র ও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া করোনাকালীন পরিস্থিতিতে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন অনলাইন প্রতিযোগিতা, দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে অনলাইন প্রশিক্ষণ, অনলাইন আলোচনা সভা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে চলেছে সংগঠনটি।

আরএইচ/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন