শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চলতি বছরেই যুদ্ধের অবসান চান জেলেনস্কি

বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫

প্রিন্ট করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি কিয়েভের পশ্চিমা অংশীদারদের কাছ থেকে নিরেট নিরাপত্তার নিশ্চয়তা পেতে চান; যা চলতি বছরেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানকে সক্ষম করে তুলবে।

মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।

এই বিষয়ে জেলেনস্কি বলেন, ‘‘আমাদের পেছনে রেখে কেউ কিছু সিদ্ধান্ত নেবে, তা আমরা চাই না…কীভাবে ইউক্রেনের যুদ্ধ শেষ করা যায় সে সম্পর্কে কোনও সিদ্ধান্ত ইউক্রেনকে ছাড়া নেওয়া যায় না।’’

যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠকের বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ‘‘আমরা চলতি বছরেই নিরাপত্তার নিশ্চয়তা চাই। কারণ আমরা এই বছর যুদ্ধ শেষ করতে চাই।’’

এর আগে, মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে ইউক্রেনের উদ্বেগ প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মস্কোর আক্রমণ এড়ানোর জন্য তিন বছর আগে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে পারতো কিয়েভ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আজ আমি শুনছি, তাদের (ইউক্রেন) আমন্ত্রণ জানানো হয়নি। ঠিক আছে আপনি তিন বছর সময় পেয়েছেন। আপনার এই যুদ্ধ শেষ করা উচিত ছিল…। এই বিষয়ে একটি চুক্তিতে পৌছানো যেতো।’’

তিনি বলেন, ‘‘ইউক্রেনে নির্বাচন আয়োজন করা উচিত। এটি রাশিয়ার কোনও বিষয় নয়। এটি আমার এবং বিশ্বের অন্যান্য অনেক দেশের পক্ষ থেকে বলা হচ্ছে।’’

সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র নিয়েও কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কাজ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি করা অপতথ্যের বুদবুদে আটকা পড়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাওয়া ইউক্রেনীয় খনিজ সম্পদ উত্তোলন ও ভাগাভাগি করার বিষয়েও কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রকে লিথিয়াম এবং টাইটানিয়ামসহ ইউক্রেনের ভূগর্ভস্থ বিরল খনিজ পদার্থের মালিকানা দিতে হবে।

তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম। কারণ প্রথম খসড়ায় বলা হয়েছিল, ইউক্রেনকে তার ভূগর্ভস্থ খনিজ সম্পদের অন্তত ৫০ শতাংশ মালিকানা যুক্তরাষ্ট্রকে দিতে হবে। তবে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে জেলেনস্কির চাওয়া নিয়ে কোনও কিছুই সেই প্রস্তাবে ছিল না বলে জানিয়েছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন