নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম দিন ব্রঙ্কসে খুনের শিকার হোন রোল্যান্ড হিউস্টন (৩৬)। এই ঘটনায় শুক্রবার (১৪ জানুয়ারি) দুই যুবককে আটক করেছে সিটি পুলিশ।
জানা গেছে, ১ জানুয়ারি হিউস্টনকে ফোর্ডহাম রোড স্টেশনের লাইনের উপর ফেলে দেওয়া হয়। এসময় বিপরীত পাশ থেকে আসা ট্রেনে আঘাতে তিনি নিহত হোন। তবে ট্রেনটি তাকে ধাক্কা দেয় নি। এই ঘটনায় তিন কিশোরীসহ অন্তত নয়জনকে দায়ী করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটককৃত দুজনই কিশোর।তাদের একজন ১৬ এবং অপরজন ১৭ বছর বয়সী। বয়সের কারণে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।তাদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, নরহত্যা, ছিনতাই এবং গ্যাং হামলার অভিযোগ রয়েছে। কেউ এই ঘটনার অতিরিক্ত তথ্য পেলে পুলিশকে জানানোর কথাও উল্লেখ করেছে কর্মকর্তারা।
নিহত হিউস্টনের পরিবার এক বিবৃতিতে বলেছে,”রোল্যান্ড সবসময়ই একজন সদয় এবং ভদ্র ব্যক্তি ছিলেন যিনি তার পরিবার এবং বন্ধুদের কাছে রাখতেন। তিনি তার চারপাশের লোকদের সম্পর্কে অনেক যত্নবান ছিলেন এবং তাদের জন্য কিছু করতে চাইতেন । বড় হয়ে তিনি সবসময় তার বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি, বিশেষ করে তার ছোট বোন ক্রিস্তারাকে রক্ষা করতেন।”
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন