শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চলতি মাসে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

মঙ্গলবার, মে ৭, ২০২৪

প্রিন্ট করুন
মার্কিন বিনিয়োগ আকর্ষণে ওয়াশিংটন ডিসিতে স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত 1

সিএন প্রতিবেদন: দুইদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আগামী সপ্তাহের মাঝামাঝি তাঁর ঢাকায় আসার কথা রয়েছে। আগামী ১৪ থেকে ১৬ মের মধ্যে এই সফর হতে পারে।

সোমবার (০৭ মে) ঢাকায় মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, উচ্চ পর্যায়ের সফরের বিষয়ে ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়। তাঁদের নিজেদের এ সফর নিয়ে কথা বলার মতো কিছু নেই।

বাংলাদেশের সরকারি একটি সূত্র বলেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ডোনাল্ড লুর আনুষ্ঠানিক বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে লু সৌজন্য সাক্ষাৎ করবেন।

সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন, এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন সরকার ভিসা নীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে গত জুলাই মাসে লু সর্বশেষ ঢাকা সফর করেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন