মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

শিরোনাম

চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল

মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

প্রিন্ট করুন

পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার এ দোয়া মাহফিলের আয়োজন করেছে চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা। এতে প্রায় দুই শতাধিক চট্টগ্রামবাসীর সমাগম ঘটে। রোববার (২৬ মার্চ) নিউইয়র্কের ব্রুকলীনের ম্যাকডোনাল্ডস্থ সংগঠনটির প্রধান কার্যালয় চট্টগ্রাম ভবনর এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটির অন্তবর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য, সাবেক সভাপতি এবং অনুষ্ঠানের আহ্বায়ক মনির আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মীর কাদের রাসেলের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন বায়তুল জান্নাহ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মওলানা আশরাফ উল্লাহ।

সমিতির সদস্য মোহাম্মদ হারুনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই দোয়া মাহফিল। এতে মহান স্বাধীনতা দিবস নিয়ে আরও বক্তব্য রাখেন অন্তবর্তীকালীন কমিটির সদস্য নুরুল আনোয়ার, সমিতির সাবেক কর্মকর্তা কামাল হোসেন নিঠু ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানও সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান শাহাজান সিরাজী, আজীবন সদস্য আবুল কাসেম ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল, সাবেক সভাপতি আহসান হাবিব এবং সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমানবাদল, সাবেক সভাপতি আহসান হাবিব , সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদকমোহাম্মদ সেলিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিরসরাই সমিতির সভাপতি আমজাদ ভুঁইয়া, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাউসার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান, মিরসরাই সমিতি ইউ এস এর সভাপতি মেজবাহ উদ্দীন, অন্তবর্তীকালীন কমিটিরসদস্য মোহাম্মদ সুমন উদ্দীন, মোহাম্মদ ইকবাল ভুঁইয়া সাবেক কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম । এছাড়া মহিলাদের মধ্যে উপস্থিত ছিলেন- রেহানা হানিফ, কলি ফারুক মিসেস টি আলম।

সভার প্রধান আলোচক মওলানা আসরাফ উল্লাহ রমযানের গুরুত্বের উপর আলোচনা করেন এবং বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়। সভার সভাপতি মনির আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সমিতির সকল অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন