নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উদযাপন, বৈশাখী মেলা ও মাহে রমজানকে সামনে রেখে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক।
গত সোমবার (১৪ মার্চ) ব্রুকলিন ম্যাকডোনাল্ড এ্যাভিনিউ মধুবন রেঁস্তোরার মিলনাতয়নে অনুষ্ঠিত সংগঠনটির কার্যকরী কমিটির এক সভায় এসব কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে- ২৭ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন, ১০ এপ্রিল রাধুনী রেঁস্তোরায় মাহে রমজানের ইফতার, বার্ষিক
বনভোজন, ঈদ পূর্ণমিলনী ও বৈশাখী মেলা।
সংগঠনটির সভাপতি হাজী মনির আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, আমরা চাই অনুষ্ঠানগুলো যথাযথভাবে সম্পূর্ণ হোক। আর এর জন্য আমরা চাই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
সংগঠনের সভাপতি হাজী মনির আহমেদের সভাপতিত্বে, মীর রাসেলের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন- চিটাগাং এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশনার সাঈদ মুরশেদ রেজবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.আরিফুল ইসলাম, কোষাধক্ষ রবিউল হোসেন চৌধুরী, কার্যকরী সদস্য মাকসুদ এইচ চৌধুরী প্রমুখ।
এইদিকে পবিত্র মাহে রমজানের ইফতার পার্টিকে সুন্দর ও সাফল করার জন্য সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে আহবায়ক ও কোষাধক্ষ রবিউল হোসেন চৌধুরীকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন