চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং (পিএমই) বিভাগের ‘১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পিএমই বিভাগের সেমিনার কক্ষে ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম, মেকাট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জামাল উদ্দিন আহাম্মদ, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী আফজালুর রহমান।
অনুষ্ঠানে পিএমই বিভাগের ‘১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন