চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’ এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চোধুরী। জয়ধ্বনি’র প্রধান উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম।
জয়ধ্বনি’র সাবেক সদস্য ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সানাউল রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও ইইই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাবেক মডারেটর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক আয়শা আখতার। পরে জয়ধ্বনি’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় জয়ধ্বনি’র সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এর আগে জয়ধ্বনি’র অফিস কক্ষে একটি লাইব্রেরি কর্ণার চালু করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘জয়োৎসব’ শিরোনামে দুই দিনের ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। যার প্রথম দিনে চুয়েটের শিক্ষার্থীরা পারফর্ম করবে ও দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে অংশগ্রহণকারীরা পারফর্ম করবে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন