বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চুয়েট শিক্ষার্থীর কক্ষে মাদক দ্রব্যের সন্ধান

রবিবার, জানুয়ারী ৯, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 54 1

চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শহীদ মোহাম্মদ শাহ হলের এক শিক্ষার্থীর হলে মাদক দ্রব্যের সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

শনিবার (৮ জানুয়ারি) তার কক্ষ থেকে সম্প্রতি মাদকের গন্ধ পাওয়া গিয়েছে শিক্ষার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের সন্ধান পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

জানা গেছে,  হলটির ১১৪ নম্বর কক্ষে অবস্থান করতেন মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাসিম ফরহাদ।  

জানা গেছে, অভিযানে ওই কক্ষে অভিযান চালিয়ে মাদক দ্রব্যাদি ব্যবহারের প্রমাণাদি পাওয়া গিয়েছে। এছাড়া সেই রুমটিতে কিছু  জামাকাপড়, আসবাবপত্র ও দেয়ালে বঙ্গবন্ধুর একটি ছবি ঝুলানো রয়েছে। 

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মো. নাসিম ফরহাদ নিজেকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারি বলে ক্যাম্পাসে পরিচয় দিতো। তবে চুয়েট ছাত্রলীগে তার কোন পদ-পদবি নেই। 

নাম প্রকাশ  এ অনিচ্ছুক  এক শিক্ষার্থী বলে ” এই শিক্ষার্থী হলে সারাদিন  নেশা করে,ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে ইয়াবা সেবন করে এবং  সাধারণ শিক্ষার্থীদের  উত্ত্যক্ত করে।” 

আরেক শিক্ষার্থী জানান, ” হলের পরিবেশ এরা অনেক দিন ধরেই নষ্ট করে আসছিল, আজকে স্যাররা ধরতে পেরেছে আমরা সাধারণ  শিক্ষার্থীরা দ্রুত  এর বিরুদ্ধে প্রশাসনিক বেবস্থা  দেখতে চাই। 

চুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক এটিএম শাহজাহান এবং শাহ হলের প্রভোস্ট ড.রণজিতকে শিক্ষার্থীরা এবিষয় এক  লিখিত অভিযোগ দেয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন