চেম্বার নেতা হওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদলকে সংবর্ধনা দেয়া হয়েছে। কোপেইগ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মনোনীত হওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আয়োজিত সংসবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল বিএনপি সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপির নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, রাফেল তালুকদার, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ডালিম, সরোয়ার খান বাবু। গত ১৮ জুলাই জ্যাকসন হাইটস পালকি সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়।
প্রধান অতিথি বলেন, যে কোন মানুষকে শ্রমের মূল্য দেয়া উচিত। বাদল একজন যোগ্য নেতা এবং ব্যবসায়ি। রাজনীতির অঙ্গনে এবং ব্যক্তিগত ব্যবসায় তিনি একজন সফল মানুষ। আজকের সংবর্ধনা তার প্রাপ্য। যে কোন মানুষকে তার কাজের জন্য উৎসাহিত বা সম্মান প্রর্দশন করলে অন্য আরো দশজন ভাল কাজে উৎসাহিত হয়। এ ভাবে সমাজে নেতৃত্ব বাড়তে থাকে এবং সুপরিকল্পিত ব্যবসার কাজে নিজেদের মননিবেশ করে তাহলে সব মানুষের জন্য কল্যান বয়ে আনবে।আকতার হোসেন বাদল বলেন, আজ আমি অভিভূত এবং আনন্দিত। রাজনীতির পাশাপাাশি সমাজের জন্য জন্য কিছু করতে পারলে আমার জীবনের সার্থকতা মনে করি। আমি ব্যবসার মাধ্যমে বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। যারা আজ সমাজে পরিবার পরিজন নিয়ে প্রতিষ্ঠিত। সব মানুষ যদি সমাজ কল্যানে এগিয়ে আসে তখন মানুষের আর দুঃখ কষ্ট থাকবেনা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন