শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

ছাগলনাইয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে শিক্ষিকা ও তার স্বামীসহ আহত ৩,আটক ২

শনিবার, এপ্রিল ১৫, ২০২৩

প্রিন্ট করুন

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে শিক্ষিকা ও তার স্বামীসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শামীমা আক্তার (৪৭) তার স্বামী ব্যবসায়ী একেএম ফরিদুল আলম (৫২) ও ছেলে একেএম আইনুল আলম (২২)।আহতদের মধ্যে একেএম ফরিদুল আলমকে (৫২) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটে ডান পার্শ্বে ছুরিকাঘাত করায় তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়।  

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪ টায় ছাগলনাইয়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।এঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে হামলার নেতৃত্বদানকারী প্রধান আসামী মোঃ ফয়সাল (২৫) ও তার মাতা রাবেয়া বেগমকে (৪৩) আটক করেছে। 

এব্যাপারে শামীমা আক্তার বাদী হয়ে মোঃ ফয়সাল ও তার ছোট ভাই তাহসিফ ও মৃত মোঃ মানকের পুত্র মোঃ সনেটসহ ৪ জনের নাম উল্লেখ করে আরও ২/৩ জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা বিবরণ ও এলাকাবাসী জানায়, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের থানা পাড়ায় মো.শিমুলের পুত্র ফয়সাল, তাহসিফ ও মৃত মো.মানিকের পুত্র মো.সনেট সহ একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন যাবত থানা পাড়াসহ আশপাশের  এলাকা মাদক সেবন, ব্যবসা ও নানা সন্ত্রাসী তান্ডব চালিয়ে আসছিল। 

এবিষয়ে শামীমা আক্তার বিভিন্ন সময় প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ঘটনারদিন বিকেলে তার ছেলে একেএম আইনুল আলমের উপর হামলা চালায়। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মাতা শামীম আক্তার ও পিতা ফরিদুল আলমকে উপর্যুপুরী ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে আসলে  সন্ত্রাসীরা পুলিশের উপর চড়াও হয়। শামীমা আক্তার জানান,পুলিশ সময় মত ঘটনাস্থলে না আসলে আমাদের মেরে ফেলতো। তিনি সন্ত্রাসী ও তার আশ্রয় প্রশ্রয় দাতাদের গ্রেফতারের জোর দাবী জানান। 

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী ফয়সাল সহ দুজনকে আটক করা হয়েছে বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন