বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ

রবিবার, নভেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: আওয়ামী শাসনামলে বিগত ১৫ বছর ধরে ক্যাম্পাসে হামলা, মারধর ও চাঁদাবাজিতে জড়িত ছাত্রলীগের কর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে একটি প্রতিবাদ মিছিল শহীদ মিনার থেকে শুরু করে প্রশাসনিক ভবন অতিক্রম করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, “বিগত ১৫ বছর ধরে দেশের শিক্ষাঙ্গন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও স্বৈরাচারী শাসনের দ্বারা কলুষিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলা ও নির্যাতন চালিয়ে শিক্ষা পরিবেশ ধ্বংস করা হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা সকল অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান বলেন, “পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারেও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। দেশি বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা ছাত্র-জনতাকে নিয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত আছি। আমরা শহিদদের রক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যে কোনো মূল্যেই স্বৈরাচারি গণহত্যাকারীদের প্রতিহত করবো। এ দেশে আর যেন কখনো এই স্বৈরাচারি শক্তির উত্থান না হতে পারে আমরা সজাগ আছি। সময়ের ডাকে ছাত্রদল সব সময়ই সাড়া দিবে।

এতে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

Views: 8

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন