দুর্গাপূজার ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরেছে নির্বাচনী আমেজ। কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে সকাল থেকেই পুরো ক্যাম্পাসে চলছে প্রচারণার উৎসব। রেলস্টেশন, অনুষদ ভবন, শহীদ মিনার কিংবা ঝুপড়ি—সব জায়গায় লিফলেট, পোস্টার আর প্রার্থীদের স্লোগানে মুখর ক্যাম্পাস।
২৫ সেপ্টেম্বর প্রার্থীদের ব্যালট নম্বর ঘোষণার পর ছুটির কারণে প্রচারণা ছিল কিছুটা ম্লান। তবে শিক্ষার্থীরা ফিরতেই প্রার্থীরা ছুটছেন অনুষদে, হলে, ট্রেনে—যেখানেই ভোটার পাওয়া যায়।
স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, “৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে—শিক্ষার্থীদের প্রত্যাশাও তাই অনেক। সুষ্ঠু ভোট হলে ফল আমাদের পক্ষেই যাবে।”
ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান জানান, “ছুটি শেষে শিক্ষার্থীরা ফিরেছে, এখন প্রতিদিনই প্রচারণা আরও জোরদার করব।”
ক্যাম্পাস খোলার প্রথম দিনেই দুই পক্ষের ইশতেহার ঘোষণা হয়েছে। স্বতন্ত্র জোট ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ ২২ দফা ইশতেহারে চাকসুর স্বাধীনতা, অনলাইন সেবা, শাটল ট্রেন ট্র্যাকিং ও আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী শুভ হোসেন ঘোষণা করেছেন ১২ দফা ইশতেহার—এর মধ্যে রয়েছে “যত ভোট, তত গাছ” কর্মসূচি, ব্লাড ব্যাংক স্থাপন, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো ও ব্রেস্টফিডিং রুম স্থাপন।
আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর ১৪টি হলে প্রার্থী ৪৯৩ জন। মোট ভোটার ২৭ হাজার ৫১৮ শিক্ষার্থী।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন