চলমান ডেস্ক: টিকা দেয়া না থাকলেও ফ্রেঞ্চ ওপেন খেলতে ফ্রান্সে প্রবেশের অনুমতি পাবেন টেনিস বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। ফরাসী ক্রীড়া মন্ত্রী রোকসানা মারাসিনে স্থানীয় রেডিও স্টেশন ফ্রান্স ইনফোতে এমন ইঙ্গিত দিয়েছেন।
৩৪ বছর বয়সী জকোভিচ করোনোর প্রতিশেধক টিকা না নিয়ে বিশেষ মেডিকেল ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে ঢুকতে গেলে বাঁধার মুখে পড়েন। অস্ট্রেলিয়ান সরকারের কঠোর বিধিনিষেধের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন সার্বিয়ান এ তারকা। অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনে যথাযথ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় জকোভিচকে মেলবোর্ন বিমানবন্দর থেকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
তবে ফরাসি ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, ফ্রান্সের এ ধরনের পরিস্থিতিতে পড়তে হবে না জকোভিচকে। ব্যক্তিগত কারণে করোনার প্রতিষেধক নিতে অপারগতা জানানো জকোভিচ বিশেষ ক্ষেত্রে বিশেষ সুবিধা নিয়েই ফ্রেঞ্চ ওপেন খেলার অনুমতি পাবেন।
এ ব্যাপারে রোকসানা মারাসিনে বলেছেন, ‘সংশ্লিষ্ঠ ফেডারেশন আয়োজিত বড় ইভেন্টগুলোতে কিছু কিছু স্বাস্থ্য প্রোটোকল আরোপ করা হয়েছে। আর সব কিছু বিবেচনা করেই জকোভিচের মত একজন খেলোয়াড়কে ফ্রান্সে প্রবেশের অনুমতি দেয়া হবে। ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মত কোন বিধিনিষেধ নেই। এটা খেলোয়াড় কিংবা অন্য দেশের যে কোন নাগরিকের জন্যই প্রযোজ্য। টিকা দেয়া না থাকলেও সেই ক্রীড়াবিদ যে কোন ইভেন্টে অংশ নিতে পারবে। কারণ, ওই ইভেন্টের স্বাস্থ্য আইন অনুযায়ী তার অনুমতি রয়েছে।’
মে মাসে ফ্রেঞ্চ ওপেন শুরুর আগেই বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মারাসিনে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন