মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জগন্নাথে ৭,৫০০ শিক্ষার্থীর টিকার আবেদন, বৃহস্পতিবার শেষ

বৃহস্পতিবার, জুন ১০, ২০২১

প্রিন্ট করুন
জগন্নাথে ৭৫০০ শিক্ষার্থীর টিকার আবেদন বৃহস্পতিবার শেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) করোনার টিকার জন্য শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। বুধবার পর্যন্ত আবেদন করেছে সাড়ে সাত হাজার শিক্ষার্থী।

বুধবার এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য।

আইটি পরিচালক জানান, এখন পর্যন্ত টিকার জন্য আবেদন করেছে সাড়ে সাত হাজার জন। মোট শিক্ষার্থীর কতজন আবেদন করেছেন তা সময়সীমা শেষ হওয়ার পর বুঝা যাবে।

সময়সীমার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবারই শেষ হচ্ছে টিকার জন্য আবেদন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন