সিএন প্রতিবেদন: জনগণ যতদিন চায়, ততদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘ছাত্রদের নেতৃত্বে বিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনের এক অনন্য সুযোগ এনে দিয়েছে। এটি একটি বড় দায়িত্ব। কিন্তু আমরা এটিকে একটি বড় সুযোগ হিসেবে দেখছি। যদি আমরা এই সুযোগটি কাজে লাগাতে না পারি, তবে এটি একটি বড় ব্যর্থতা হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণ যতদিন চায় বা যতক্ষণ চায় ততদিন থাকবে।’
এ সময় ফরাসি রাষ্ট্রদূত মাসদুপুই জানান, অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশ পুনর্গঠনের প্রচেষ্টায় ফ্রান্স সমর্থন দিতে প্রস্তুত।
রাষ্ট্রদূত আরও জানান, ফরাসি প্রেসিডেন্ট তাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ছাত্র এবং অন্যান্য নাগরিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
ড. ইউনূস ফরাসি দূতকে জানান, তিনি দেশে পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন এবং দেশের মানুষকে একটি বড় পরিবারের অংশ” হিসেবে দেখার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘কখনও কখনও আমরা খুব শক্তভাবে মতবিরোধ করি। কিন্তু এর মানে এই নয় যে আমরা শত্রু। সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন মানবাধিকার প্রতিষ্ঠা করি। আমাদের কাজ হলো সংবিধানকে আমাদের জন্য কার্যকর করা।’
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন