বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

জনসাধারণের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার

রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন। গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য কোটার ব্যবস্থা, গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন। সরকারের এ সময়ে অবকাঠামো খাতে দেশের যে উন্নয়ন সাধিত হয়েছে, আর কোন সরকারের আমলে তা হয়নি। সরকারের এমন সফলতার জন্য বাংলাদেশ আজ বিশ্বে নতুন পরিচিতি পেয়েছে।’

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পাহাড়তলীস্থ একটি কমিউনিটি সেন্টারে সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে সিটি আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম দিদার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, মহিলা কাউন্সিলর জাহেদা বেগম পপি, সাবেক কাউন্সিলর এইচএম সোহেল, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশি, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, এরশাদুল আমীন, ডাক্তার আরিফুল আমীন, সুমন দেবনাথ, রুবেল আহমেদ বাবু, জাহাঙ্গীর বেগসহ এলাকার নেতারা বক্তব্য দেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন