নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সে তিন বন্ধুর জন্মদিনের উৎসবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং দুজন মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহতের সাবেক প্রেমিক এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কুইন্সের এস্টোরিয়ার স্টেইনওয়ে স্ট্রিটের সোলেটো লাউঞ্জের বাইরে এ ঘটনা ঘটে।
এতে নিহত ওই ব্যক্তির নাম মেই জনসন (২৭)। জনসন ২০১৭ সালের জুন থেকে একজন স্কুলের নিরাপত্তা এজেন্ট ছিলেন। তিনি ২০২০ সালের জুলাই থেকে চিকিৎসা ছুটিতে ছিলেন। তার ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে । এইদিকে আহত অপর দুজনের একজন জনসনের বন্ধু; যার জন্মদিনের অনুষ্ঠান ছিলো এবং অপরজন তার প্রেমিক।
সূত্রে জানা গেছে, নিহত জনসনকে কাঁধে এবং পায়ে গুলি করা হয়েছিল। আহত অন্য মহিলার হাঁটুতে এবং পুরুষটির নিতম্ব ও বাহুতে আঘাত করা হয়েছিল। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে জনসনের মৃত্যু হয়।
পুলিশ বলছে, এ ঘটনায় নিহত জনসনের সাবেক প্রেমিক জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি একটি সাদা বিএমডব্লিউ সেডানে করে আরএফকে সেতু পার হয়ে ব্রঙ্কসে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন