বিচারক লাপ্লান্ট বাদীদের পুরো একটি শ্রেণি হিসেবে গণ্য করতে সম্মত হন। একই সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্টের নীতি জাতীয়ভাবে বাস্তবায়ন ঠেকাতে নতুন আদেশ দেন তিনি। অ্যামেরিকাজুড়ে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক তার নির্বাহী আদেশ বাস্তবায়ন বৃহস্পতিবার আবার আটকে দিয়েছেন ফেডারেল এক বিচারক।
ট্রাম্পের নীতি বাস্তবায়ন আটকে দেওয়ার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করে সুপ্রিম কোর্টের বিধিনিষেধের মধ্যে বিচারক এ আদেশ দেন। রয়টার্স জানায়, ট্রাম্পের নির্দেশ বাস্তবায়ন হলে নাগরিকত্ব ঝুঁকিতে পড়ার শঙ্কায় থাকা শিশুদের হয়ে অভিবাসী অধিকার সুরক্ষা কর্মীরা একটি মামলা করেন। সে মামলাটিকে পুরো একটি গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মামলা হিসেবে গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ জোসেফ লাপ্লান্ট উল্লিখিত নির্দেশ দেন।
বিচারক লাপ্লান্ট বাদীদের পুরো একটি শ্রেণি হিসেবে গণ্য করতে সম্মত হন। একই সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্টের নীতি জাতীয়ভাবে বাস্তবায়ন ঠেকাতে নতুন আদেশ দেন তিনি। বিচারকের ভাষ্য, ট্রাম্পের আদেশ বাস্তবায়ন হলে শিশুরা অ্যামেরিকার নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত হতে পারে।
তিনি বলেন, ‘এটি অপূরণীয় ক্ষতি…এটি (নাগরিকত্ব) পৃথিবীতে বিদ্যমান সবচেয়ে বড় সুবিধা।’ বিচারক জানান, ট্রাম্প প্রশাসনের আপিলের জন্য আদেশ সাত দিন স্থগিত রাখবেন তিনি। নির্ধারিত সময়সীমা শেষে তিনি লিখিত সিদ্ধান্ত জানাবেন। তার এসব সিদ্ধান্তের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের কথা ছিল ২৭ জুলাই থেকে।
ট্রাম্পের আদেশকে চ্যালেঞ্জ করে দেশজুড়ে তিনটি স্থগিতাদেশ দেন বিচারকরা। গত ২৭ জুন রক্ষণশীল বিচারকদের ওপর ভর করে সেসব স্থগিতাদেশকে সীমিত করে দেয় সুপ্রিম কোর্ট। এর কয়েক ঘণ্টা পরই অ্যামেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন-এসিএলইউ বা আকলু ও অন্য কয়েকটি পক্ষ অ্যামেরিকার বাইরে জন্মগ্রহণকারী মা-বাবাদের পক্ষ হয়ে মামলা দায়ের করে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন