কামরুল হাসান: কারও পরনে পায়জামা পাঞ্জাবি, কেউবা পরেছেন লাল-হলুদ-বাসন্তীসহ হরেক রকমের শাড়ি। বেলীর ঝুমকোটাও ধুলছে খোপায়, কারও কপালে আবার বাঁধা লাল সবুজের পতাকা। সেই সাথে জননন্দিত গায়ক এস আই টুটুল এবং কৃষ্ণহীরক’ কিংবা ‘ব্ল্যাক ডায়মন্ড’ হিসেবে পরিচিত বেবী নাজনীনের কন্ঠে মন ভোলানো বাংলা গানের সুরে সেদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া পরিণত হয়েছিলো বাঙালিদের মিলনমেলায়।
বলছিলাম গত ২৭ মে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার নব নির্বাচিত কমিটির নির্বাচনোত্তর অভিষেক, বাংলা নববর্ষ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের কথা। জর্জিয়ার বার্কমার হাই স্কুলের সুবিশাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজন। যেখানে বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার এবং কন্ঠ শিল্পী এসআই টুটুল এবং সুরেলা কন্ঠী বেবী নাজনিনসহ স্থানীয় এক ঝাঁক সঙ্গীত অনুরাগী অংশগ্রহণ করেন।
মূলত সংগঠনটির নব নির্বাচিত কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় জমকালো এই আয়োজন। গত ২৭ মার্চ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাহবুব লোদী প্যানেলের পুরো প্যানেলই সেই নির্বাচনে বিজয়ী হন। সেই কমিটির অভিষেকের সাথে এই অনুষ্ঠানে বাড়তি আমেজ যুক্ত করে বাংলা নববর্ষ ও ঈদ পূণর্মিলনী উদযাপন।

সরজমিনে দেখা গেছে, সন্ধ্যার আগেই এদিন অনুষ্ঠানস্থলে আসতে থাকেন জর্জিয়ায় বসবাসরত বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশিরা। বিদেশের মাটিতেও বাঙালি সংস্কৃতিকে ধারণ করে বাঙালি সাজে সমাবেত হোন সবাই। অনুষ্ঠানে অতিথিদের সাথে ছিলেন তাদের স্ত্রী-সন্তানরা। পরিবার পরিজন নিয়ে মনোমুগ্ধকর সন্ধ্যা কাটাতে উপস্থিত হোন সবাই। আড্ডা গল্পে শুরু হয় প্রাথমিক উদযাপন। এর পর একে এক চলে বিভিন্ন শিল্পীর পরিবেশনা। জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি শিল্পীরা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর আটলান্টা জর্জিয়া কমিটির শিল্পীবৃন্দ। সেই সাথে জনপ্রিয় শিল্পী এসআই টুটুল এবং বেবী নাজনিনের গান মাতিয়ে তুলে পুরো আয়োজন।

যায় দিন যায় একাকি…..; ওরে চাম্পানওয়ালা তুই আমারে….—এসআই টুটুল এবং বেবী নাজনিনের কন্ঠে এসব বাংলা গান তৈরি করে এক অন্যরকম আভা। যা বিদেশের মাটিতে অবস্থানরত বাঙালিদের স্মরণ করিয়ে দিয়েছে নিজ দেশের কথা। সেই সাথে গানে গানে জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণও হয়ে যায় এই আয়োজনের মাধ্যমে।
এছাড়া অনুষ্ঠানে ছিলো কয়েকটি খাবার, রকমারি শাড়ি কাপড়, জুয়েলারির স্টল। যেখানে অতিথিরা ঘুরে ঘুরে নিজের পছন্দের খাবার গ্রহণ করেন। সেই সাথে পছন্দের শাড়ি জুয়েলারি সামগ্রীও কিনে নেন সবাই।
এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ইতিহাসে এবারেই প্রথম জর্জিয়ার সব শিল্পীদের একই মঞ্চে এক সাথে গান করার সুযোগ করে দিয়েছে। যা ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। সেই সাথে এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ দিতেও ভুলেননি অতিথি-শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে, গত ১৯ মার্চ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ নির্বাচনে মাহবুব-লোদী পরিষদ পুরো প্যানেলই বিজয়ী হন। গত ৬ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণ নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এতে সভাপতি নির্বাচিত হোন মাহবুবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন মোহাম্মদ আলী খান লোদী।
কমিটিতে অন্যান্য বিজয়ীরা হলেন—সহ সভাপতি ফারুক আহমেদ ও নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলী আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, অর্থ সম্পাদক রাসেল ভূঁইয়া, জনসংযোগ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আহমে্দ, সাংস্কৃতিক সম্পাদক মোসাম্মত আরজু এবং ক্রীড়া সম্পাদক নূর ভূঁইয়া। সদস্য নাদিরা রহমান , এম মাওলা দিলু, মহিন উদ্দিন দুলাল, নিরুপম পাল ও নাহিদুল খান সাহেল।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন