জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আর্থিক সংকট মোকাবিলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ সদর দপ্তর। নয় মাসের মধ্যে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট এক হাজার ৩১৩ সদস্যকে দেশে ফিরিয়ে আনা হবে।
জাতিসংঘের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, মহাসচিব আন্তোনিও গুতেরেসের নির্দেশে ১৫ শতাংশ বাজেট হ্রাস পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ফলে ইউনিফর্মধারী সদস্যদের জন্য বরাদ্দ কমায় কার্যত শান্তিরক্ষীর সংখ্যা কমানো হচ্ছে।
সবচেয়ে বেশি সদস্য প্রত্যাহার করা হবে দক্ষিণ সুদানের মিশন থেকে ৬১৭ জন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মিনুসকা থেকে ফিরবেন ৩৪১ জন, সুদানের আবেই অঞ্চলের ইউনিসফা থেকে ২৬৮ জন, কঙ্গো মিশন মনুসকো থেকে ৭৯ জন এবং পশ্চিম সাহারার মিনুরসো থেকে আটজন।
ওএমএ জানিয়েছে, বাজেট সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হলেও বাংলাদেশের অবদানকে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বর্তমানে ১০টি দেশ ও অঞ্চলে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অংশগ্রহণ কমলেও বাংলাদেশ শান্তিরক্ষায় নেতৃত্ব ধরে রাখতে নতুনভাবে অবদান রাখার কৌশল নিতে পারে—যেমন সিনিয়র পদে ভূমিকা বাড়ানো ও বিশেষায়িত মিশনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন