সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জাতিসংঘের সামনে এক ব্যক্তির আত্মহত্যাচেষ্টা, পুলিশের হাতে আটক

শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
Arested Risingbd 2112031010

নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: জাতিসংঘের  সামনে থেকে আত্মহত্যাচেষ্টাকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তিন ঘন্টার চেষ্টায় কৌশলে তাকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাদা চুলের লোকটি একটি লাল লম্বা-হাতা শার্ট এবং নীল জিন্স পরা, তার থুতনির নীচে অস্ত্র নিয়ে জাতিসংঘের সামনে হাঁটছিলো।  তার অভিযোগ পারিবারিক ও পরিবেশের বিভিন্ন সমস্যা। সে বারবার আত্মহত্যার চেষ্টা করছিলো। পুলিশ বিভিন্নভাবে তার হাত থেকে বন্দুক পেলার চেষ্টা করছিলো। পরে দীর্ঘ চেষ্টায় তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, লোকটির কাছে একটি প্লাস্টিকের ব্যাগ ছিল, যা বোমা স্কোয়াড দ্বারা পরীক্ষা করা হয়। ব্যাগটি কাপড়ে পূর্ণ ছিল। এছাড়া একটি পানির বোতল এবং বুলহর্ন লোকটির পিছনে ছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন