সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে

সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

প্রিন্ট করুন
নির্বাচন

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও ভোটের সময় নিয়ে মতপার্থক্য থেকেই গেছে। কেউ জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায়, কেউ বা তার আগে। তবে প্রস্তুতি ও ব্যয় বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিচ্ছে—একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আসছে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনও (ইসি) এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একই দিনে দুই ভোট আয়োজন সময় ও অর্থ সাশ্রয়ের সুযোগ তৈরি করবে। তবে এর ফলে ইসির ওপর বাড়তি চাপ পড়বে। সুষ্ঠু ভোট আয়োজন নিশ্চিত করতে প্রশাসনিক প্রস্তুতি, ভোটার সচেতনতা ও প্রচারণা জোরদার করতে হবে।

জুলাই সনদে সংবিধান ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব থাকায় এর অনুমোদন নিতে গণভোট অপরিহার্য। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী, জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মত দেবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। একই দিনে গণভোট হলে আলাদা বাজেট ছাড়াই আয়োজন সম্ভব হবে। কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, “একই দিনে দুই ভোট হলে বড় ব্যয় সাশ্রয় হবে। সরকার সিদ্ধান্ত নিলে ইসি তা বাস্তবায়নে প্রস্তুত।”

ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, “দলগুলো সময় নিয়ে একমত না হওয়ায় সরকারের ওপরই সিদ্ধান্তের ক্ষমতা দেওয়া হয়েছে। বৃহত্তর স্বার্থে সবাই সেটি মেনে নেবে বলে আশা করি।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন