শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

জাতীয় চার নেতার স্মরণে চবিতে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট

শুক্রবার, মার্চ ১৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার স্বরণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগ। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত এই বিভাগের চারটি ব্যাচের নামকরণ করা হয় যথাক্রমে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানের নামে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ১০ দিনব্যাপী চলা স্বাধীনতা কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে তাজউদ্দীন আহমদ একাদশ (১৭-১৮) এবং এ এইচ এম কামারুজ্জামান একাদশ (১৮-১৯) পরস্পরের মোকাবেলা করে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ১১৩ রান সংগ্রহ করে এ এইচ এম কামারুজ্জামান একাদশ। জবাবে ব্যাট করতে নেমে কায়সার মাহমুদের অপরাজিত ৮৯ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাজউদ্দীন আহমদ একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী দলের অধিনায়ক আবিদ হাসান জয়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ড. সেকান্দর চৌধুরী এবং রানার্সআপ দলের অধিনায়ক ফাহিম শাহরিয়ারের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন ড. সুকান্ত ভট্টাচার্য।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগটির সভাপতি ড. সেকান্দর চৌধুরী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে যা তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব তৈরিতে ভূমিকা রাখে। এসব গুণাবলী অর্জনে খেলাধুলার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে ড. সুকান্ত ভট্টাচার্য বলেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সুস্থ দেহ ও সুন্দর মন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে গত ৭ মার্চ শুভ উদ্বোধন হয় এই টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী,দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ, সহকারী প্রক্টর আহসানুল কবীর এবং এসএএম জিয়াউল ইসলাম, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৌহিদুল ইসলাম।

আরএইচ/আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন