সিএন প্রতিবেদন: জাতীয় পার্টি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা, তা এখনও নিশ্চিত না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কি না সেটা সময়ই বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন।’
সোমবার (০১ জানুয়ারি) রংপুর মহানগরীর কোর্ট চত্বর এলাকায় রংপুর-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের গণসংযোগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘২৬টি আসন নিয়ে কোনো ভাগাভাগি হয়নি, কোনো মহাজোট হয়নি, এগুলো অপপ্রচার। আমরা চেয়েছি, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, অস্ত্র ও পেশিশক্তির থেকে নির্বাচনকে দূরে রাখতে। তাহলেই আমরা নির্বাচন করব।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘কিছু আসনে আওয়ামী লীগ নিজের ইচ্ছায় নৌকা প্রার্থী উঠিয়ে নিয়েছে। কিন্তু তারা একই সঙ্গে শক্ত স্বতন্ত্র প্রার্থী রেখেছে। তারা কিন্তু বিদ্রোহী প্রার্থী নয়। সেই স্বতন্ত্র প্রার্থীদের আওয়ামী লীগ সরাসরি কাজ করছে।
‘অন্যান্য প্রার্থীর পক্ষেও কাজ করছে, আমাদের প্রার্থীর পক্ষে কাজ করছে না। তাহলে আমাদের ছাড় দেওয়া হলো কোথায়। আমরা অনেক জায়গায় সরাসরি তাদের সঙ্গে প্রতিযোগিতা করছি, তাহলে ভাগাভাগি কোথায় হলো। যদি পরিস্থিতি-পরিবেশ ভালো থাকে–যেখানে নৌকা আছে সেখানেও আমরা জয় লাভ করব।’
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন