রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শিরোনাম

জীবনে সঠিক গুরুত্বকে খুঁজে নিতে বললেন ফারিণ

শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইদানীং বড় পর্দায়ও নিজের গুণ তুলে ধরছেন তিনি। এবারের ঈদে এই অভিনেত্রীর ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ মুক্তি পেয়েছে। তবে ঈদের আগেই তিনি উড়াল দিয়েছিলেন প্রিয়জনের কাছে।

স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ঈদ উদযাপন করতে আগেই যুক্তরাজ্যে উড়াল দিয়েছিলেন তাসনিয়া ফারিণ। কারণ সেখানে চাকরি করেন এই তারকার স্বামী শেখ রেজওয়ান।

এবার দেশের বাইরেই উচ্ছ্বল লুক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারিণ। তিনি লিখেছেন, ‘জীবনে সঠিক গুরুত্বকে খুঁজে নিতে।’

এর আগে তাসনিয়া ফারিণ সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘যুক্তরাজ্যের বার্মিংহামে থাকেন তার স্বামী শেখ রেজওয়ান। দেশটিতে আছেন তার মামা-মামির পরিবারও। ঈদ উপহার হিসেবে লাগেজ ভরে নানা কিছু নিয়ে গেছেন তিনি।’

আট বছরের সম্পর্কের পর ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। যখন ফারিণ কলেজে পড়তেন, তখন থেকেই সম্পর্ক। প্রথম বার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে থেকেই বন্ধুত্ব ছিল ফারিণ আর রেজওয়ানের। ফারিণ দেশে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রেজওয়ান যুক্তরাজ্যে চাকরি করেন। বিয়ের পর এক বার তারা দুইজন ঈদ উদযাপন করেন তুরস্কে। 

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন