‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে সংঘটিত বিশৃঙ্খলার জন্য ‘ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী’কে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই যোদ্ধা” নামের সংগঠনের কেউ এই বিশৃঙ্খলায় জড়িত নয়। তদন্তে দেখা গেছে, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তাদের নামে ঢুকে অরাজকতা করেছে। তিনি দাবি করেন, “এরা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনীর সদস্য, যারা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করতে মাঠে নেমেছে।”
এর আগে শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আগুন, ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ২০ জন আহত হন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ কখনোই এমন বিশৃঙ্খল কাজ করতে পারে না। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।”
তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সংযম ও শৃঙ্খলার পথে থাকবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন