সিএন প্রতিবেদন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, জুলাই সনদ চূড়ান্ত না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।
বৃহস্পতিবার রাতে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, জুলাই সনদের খসড়ায় সংস্কার বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ না থাকায় জনগণ হতাশ হয়েছে। অথচ গণপরিষদ নির্বাচন, গণভোট বা সংবিধান সংস্কার সভাসহ নানা প্রস্তাব ঐকমত্য কমিশনে আলোচনায় ছিল। এর মধ্যেই নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশ আমাদের বিস্মিত করেছে।
আরিফুল ইসলাম বলেন, ‘আমরা আশা করেছিলাম সংস্কার ও বিচারের অগ্রগতি আগে দেখা যাবে, তারপর নির্বাচনের রোডম্যাপ আসবে। কিন্তু সেটি হয়নি। এভাবে রোডম্যাপ ঘোষণা জনগণের সঙ্গে সরকারের দেওয়া প্রতিশ্রুতিরই ব্যত্যয়।’
তবে তিনি এটিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখেননি। তাঁর ভাষায়, ‘যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যাবে, তত দ্রুত নির্বাচনও সম্ভব হবে। সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনী প্রস্তুতি ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন