নিজস্ব প্রতিবেদক: তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সংগঠনটির সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটিতে তরুণ ব্যবসায়ী ও সংগঠক মঈন উদ্দিন নাহিদ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। মঈন উদ্দিন নাহিদ চট্টগ্রামের অন্যতম বৃহৎ ইংলিশ লার্নিং সেন্টার N@HIDS-এর ব্যবস্থাপনা পরিচালক এবং কনস্ট্রাকশন ও সাপ্লাই কোম্পানি M/S Dole International-এর স্বত্বাধিকারী।
নির্বাচনের পর মঈন উদ্দিন নাহিদ বলেন, “জেসিআই চট্টগ্রাম তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। আগামী বছর আমরা নতুন নতুন উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের উদ্যমী তরুণদের মেধা বিকাশে কাজ করব এবং বহির্বিশ্বে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরিতে ভূমিকা রাখব।”
এবারের নির্বাচনে গোলাম সরোয়ার চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সদ্য বিদায়ী সভাপতি রাজু আহমেদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
জেসিআই একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। সংগঠনটির কার্যক্রম বর্তমানে ১২০টির বেশি দেশে ছড়িয়ে আছে এবং সদস্য সংখ্যা ২ লাখেরও বেশি। বাংলাদেশে জেসিআইর ৪১টি লোকাল চ্যাপ্টার রয়েছে। তরুণদের দক্ষতা, জ্ঞান এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের ব্যক্তিগত উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন আনাই এ সংগঠনের মূল লক্ষ্য।
নতুন নেতৃত্বের মাধ্যমে জেসিআই চট্টগ্রাম আগামী বছর নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি তরুণদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন