শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

শিরোনাম

জোট হলেও ভোট হবে নিজ দলের প্রতীকে

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

প্রিন্ট করুন
বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে—এমন বিধান যুক্ত করে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, নির্বাচনে কোনো আসনে একক প্রার্থী থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। ভোটাররা সেখানে ‘না ভোট’ দিতে পারবেন।

সংশোধিত আরপিওতে পলাতক আসামিদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিল করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার আওতায় আনা হয়েছে, ফলে তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে।

ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা বাতিল করা হয়েছে। প্রার্থীদের এখন থেকে দেশি–বিদেশি আয়ের উৎস ও সম্পত্তির বিস্তারিত বিবরণ এফিডেভিটে দিতে হবে, যা অনলাইনে প্রকাশ করা হবে।

প্রবাসী ভোটারদের জন্য ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোটের সুযোগ এবং ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতির বিধানও যুক্ত করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ–২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ–২০২৫ এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ আরও কয়েকটি আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন