বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণায় অবদান রাখছে চবি সায়েন্টিফিক সোসাইটি

রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১

প্রিন্ট করুন
চবি সায়েন্টিফিক সোসাইটি 1

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন চবি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণায় অবদান রাখছে বলে মন্তব্য করেছেন চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা।

রোববার (২৬ ডিসেম্বর) সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

ড. লায়লা খালেদা বলেন, আমাদের জীবনে বিজ্ঞানের গুরুত্ব কতটা তা বলার অপেক্ষা রাখে না। আর বিজ্ঞান চর্চায় নতুন নতুন বিষয় বস্তু নিয়ে গবেষণা ও ধারণা নিয়ে কাজ করছে সিইউএসএস। যা খুবই ইতিবাচক । তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণা ও ধারণা তৈরির দিকে মনোনিবেশ করা জরুরি ; যা সংগঠনটি করে আসছে। 

অধ্যাপক ড. লায়লা খালেদা আরো বলেন, আমি চাই বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ই জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্রে পরিণত হোক। সব বর্ষের শিক্ষার্থীরা যাতে গবেষণা করতে পারে সে বিষয়ে জোর দেয়া দরকার। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির সভাপতি দিবস দেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৫ এপ্রিল কিছু উদ্যমী তরুণ ও বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের নিয়ে যাত্রা শুরু করে সিইউএসএস। শিক্ষার্থীদের বিজ্ঞানচিন্তাকে শাণিত করতে বছরজুড়ে  আয়োজন করা হয় বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, ওয়ার্কশপ, পোস্টার ও আইডিয়া উপস্থাপনের মতো সৃজনশীল প্রতিযোগিতা।

আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন