সোমবার, ৩১ মার্চ ২০২৫

শিরোনাম

জ্যামাইকায় প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) জ্যামাইকায় ইকরা কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোরশেদ আলম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম উসমান গনি, সাবেক উপদেষ্টা ছদরুন নূর, নরসিংদী জেলা সমিতির উপদেষ্টা এহসানুল হক, সাবেক উপদেষ্টা মোশাররফ হোসেন আঙ্গুর, জ্যামাইকা থিয়েটারের উপদেষ্টা ফারুক আহমেদ ও সংগীতশিল্পী তাসকিন আহমেদ।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আবুছাইন আক্তার বাবুল ও পরিচালক জিয়াউর রহমান জিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক।

অনুষ্ঠানে জয়নাল আবেদীন ভূঁইয়া সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন, যা প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘প্রবাসী সমাজের কল্যাণে কাজ করা একটি মহৎ দায়িত্ব এবং এই সংগঠন তা নিষ্ঠার সঙ্গে পালন করছে। ভবিষ্যতেও এটি প্রবাসীদের জন্য কাজ করে যাবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মুসফিকুজ্জামান ঝন্টু।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন