নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক’র আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ‘কমিউনিটি বারবিকিউ ’। গত ৪ আগস্ট নিউইয়র্কের ফ্রেশ মিডোজে অবস্থিত কানিংহ্যাম পার্কে দিনব্যাপী এই প্রাণবন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বিপুল অংশগ্রহণে পার্কজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নিউইয়র্ক ও কুইন্সের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য বাংলাদেশি পরিবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সম্মানিত সদস্য গ্রেস মেং , কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডসসহ মূলধারার বেশ কয়েকজন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তা। তারা কমিউনিটির এই ঐক্যবদ্ধ, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়াসকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।
বারবিকিউ আয়োজনে ছিল নানা স্বাদের সুস্বাদু খাবার, শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। র্যাফেলে বিজয়ীদের মধ্যে ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোনসহ নানা উপহার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মরিয়ম মারিয়া ও নিপা জামান, যা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার অনুষ্ঠানে বক্তব্যে বলেন, কমিউনিটির উন্নয়নে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এই মিলনমেলা আমাদের ঐক্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধকে আরও জোরদার করেছে। তিনি সকল অতিথি, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ জে মোল্লা, প্রধান সমন্বয়ক ইকবাল আহমেদ, সদস্য সচিব নওসাদ হায়দার এবং অন্যান্য কর্মকর্তারা। তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি ছিল সফল ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই বলেন, এটি শুধু একটি বারবিকিউ নয়—এটি প্রবাসে আমাদের একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার, ঐতিহ্যকে উদযাপন করার, এবং নতুন প্রজন্মকে ঐক্যের বন্ধনে যুক্ত করার একটি অসাধারণ সুযোগ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন