শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

জয়ের লক্ষ্যে বিকেলে মাঠে নামছে টাইগাররা

বুধবার, মার্চ ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : প্রথম ম্যাচের পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৩১৪ রানের পাহাড় গড়ে ৩৮ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। সেই জয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায় দ্বিতীয় ম্যাচে। জোহানেসবার্গে ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় ব্যবধানে হারে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। যে কারণে সিরিজের তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

অলিখিত ফাইনাল নিয়ে মিরাজ বলেছেন, প্রথম ম্যাচে আমরা জিতেছি, খুব ভালো ক্রিকেট খেলেছি। দ্বিতীয় ম্যাচে আমরা সবাই দেখেছি, উইকেটের আচরণ ওইরকম ছিল না। উইকেট ভালো থাকলে হয়তো আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। এখনও সুযোগ আছে সিরিজ জেতার। চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার। আমরা যে রকম দলীয় খেলা খেলি, তেমন খেলতে পারলে জেতা কঠিন কিছু নয়।

নিজেদের টপঅর্ডার নিয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা যদি প্রথম ১০ ওভার ওদের বোলারদের ভালোভাবে সামলাতে পারি, বেশি উইকেট না দিই, তাহলে ইনিংসের মাঝমাঝিতে অবশ্যই ভালো রান করতে পারব।’ দক্ষিণ আফ্রিকা শিবির স্বস্তিতে নেই। হ্যামস্ট্রিং ইনজুরি এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ওয়েন পারনেলকে। অধিনায়ক টেম্বা বাভুমার হাতের চোটও স্বাগতিকদের জন্য উদ্বেগের কারণ।

ম্যাচটি আইসিসি সুপার লিগের অংশ। জিতলে আরো ১০ পয়েন্ট যোগ হবে বাংলাদেশের নামের পাশে। এতে ব্যবধান বাড়বে ইংল্যান্ডের সঙ্গে। এসব সমীকরণ মেলাতে আগে জিততে হবে টাইগারদের। সেই জয়ের লক্ষ্যে এ ম্যাচে একাদশে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আগের দুই ম্যচের একাদশ নিতে মাঠের নামার কথা আছে সফরকারী শিবিরের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক),  লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন