নিজস্ব প্রতিবেদক: ভায়াবহ টর্নেডোর তাণ্ডবে ছিন্ন বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্রের কেনটাকির ক্ষয় ক্ষতি পর্যাবেক্ষণ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডো বাইডেন। সোমবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বুধবার কেনটাকিতে যাওয়ার কথা জানান জো বাইডেন।
বাইডেন ওভাল অফিসে দুর্যোগের বিষয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন, টর্নেডোর ফলে মানুষের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। অনেকে স্বজন হারিয়েছেন অনেকে তার সহকর্মীকে বিদায় দিয়েছেন। এটি সত্যি মর্মান্তিক। আমরা বলেছি কেউ যদি মারাত্মক আঘাতপ্রাপ্তও হয় যদি শ্বাস নিতে পারে তার আশা ছেড়ে না দিতে। আহতের বাঁচাতে যত কিছু সাহায্য লাগে আমরা তার যোগান দেবো। এছাড়া নিহতের পরিবারেরও যা দরকার তা দিতে আমরা প্রস্তুত।
বাইডেন পশ্চিম কেনটাকির মেফিল্ড শহরের একটি মানচিত্রে ক্ষতির দিকে চিহ্নিত করে বলেন, এটি একটি শহর যেখানে তুলনামূলকভাবে কম গড় আয়ের মানুষ বসবাস করে। যাদের বার্ষিক গড় আয় ২০ হাজার ডলার। তবে শহরটি এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে এটি একমাত্র শহর নয় আরো কয়েকটি শহর এই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস অফিস বলেছে, ক্ষয়ক্ষতি পরিদর্শনের জন্য মেফিল্ড এবং ডসন স্প্রিংসে যাওয়ার আগে বাইডেন ফোর্ট ক্যাম্পবেল ব্রিফিং করবেন।
জো বাইডেন বলেন, আমরা কেনটাকিসহ ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি। কেনটাকির গভর্নর নিজেই পরিবারকে হারিয়েছেন। এটা বেশ বেদনাদায়ক জিনিস।
ডেমোক্র্যাটিক কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার রবিবার সিবিএস নিউজকে বলেছেন “আমার চাচা মুহেলেনবার্গ কাউন্টিতে কয়েকজন চাচাত ভাইকে হারিয়েছেন।
এর আগে স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ৫ টি রাজ্যে টর্নেডো আঘাত হানে ৷ কেন্টাকি রাজ্যে আঘাত হানা টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১০৯ জন। এদিকে কেন্টাকি ছাড়াও এই টর্নেডোতে আরো চার রাজ্যে অন্তত ১৪ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এর মধ্যে ইলিনয়েসে ছয়জন, টেনেসিতে চারজন, আরকানসাসে দুইজন এবং মিসৌরিতে দুইজনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। এই নিয়ে টর্নেডোতে মোট ৮৮ জনের প্রাণহানীর খবর পাওয়া গেলো।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন